॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের অভিযানে বালিয়াকান্দি উপজেলার ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং বিপুল পরিমাণ জিলাপী ও মিষ্টি ধ্বংস করা হয়েছে।
অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম গতকাল ২৯শে এপ্রিল বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নারুয়া বাজারের একটি মিষ্টির দোকান থেকে মানব দেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ দিয়ে তৈরী প্রায় ৩ মণ জিলাপী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একই বাজারের ছালাম মাংস ভান্ডারকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যদ্রব্য তৈরী ও সংরক্ষণের দায়ে বালিয়াকান্দি বাজারের মা মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ কেজি মিষ্টি ধ্বংস করা হয়।
এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং লিফলেট বিলি করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।