॥মাহবুব হোসেন পিয়াল॥ সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’-শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ)’র ফরিদপুর কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল ২৯শে সকালে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা হলে গিয়ে শেষ হয়। সেখানে বিআরটিএ’র ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।