॥মাহবুব হোসেন পিয়াল॥ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান’-প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ফরিদপুর কোর্ট চত্বর থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা জজ মোঃ সেলিম হোসেন মিয়া এবং জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০টায় ফরিদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনগত সহয়তা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ সেলিম হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম মোল্লা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আলমগীর কবির, এডঃ সুবল চন্দ্র সাহা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হামিদ, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বাবু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, লিগ্যাল এইড অফিস (আইনগত সহায়তা কার্যালয়) শুধু মামলা-মোকদ্দমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আইনী সহায়তার পাশাপাশি বিরোধ মীমাংসার কেন্দ্র হিসেবেও কাজ করছে।