বালিয়াকান্দির জামালপুরের ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাত গ্রেফতার - দৈনিক মাতৃকণ্ঠ
বুধবার, ০৭ মে ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির জামালপুরের ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন মনির (২০)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোশারফ হোসেন মনির ফরিদপুরের মধুখালী উপজেলার কারন্দপুর গ্রামের ইসমাইল বেপারীর ছেলে। তার কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে নগদ ৮হাজার টাকা ও ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে।
ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস.আই অংকুর ভট্টাচার্য্য জানান, গত ২৪শে এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমিসহ থানার এস.আই বদিয়ার রহমান এবং এস.আই দিপন মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা মধুখালীর কারন্দপুর থেকে মোশারফ হোসেন মনিরকে গ্রেফতার করি। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নিজ বসতঘরের টিনের বাক্সের ভিতর থেকে লুন্ঠিত মালামাল (যা সে ভাগে পেয়েছিল) উদ্ধার করা হয়।
উল্লেখ, গত ৩১শে মার্চ রাতে আলোকদিয়া গ্রামের আবু জাহিদ মোল্লার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৫/৬ জনের একদল ডাকাত গ্রীল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পরের দিন ১লা এপ্রিল অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!