শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউন এর ১৯তম বার্ষিক অভিষেক অনুষ্ঠান

  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

॥মাহবুব হোসেন পিয়াল॥ রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের ১৯তম বার্ষিক অভিষেক অনুষ্ঠান গত ১৯শে এপ্রিল রাতে ফরিদপুর শহরের থানা রোডের বার্বাডোজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের প্রেসিডেন্ট রোটারীয়ান প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর রোটারীয়ান এ.এফ.এম আলমগীর।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের জেনারেল সেক্রেটারী রোটারীয়ান গোলাম মোহম্মদ দিপু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসিসটেন্ট রোটারী কো-অর্ডিনেটর রোটারীয়ান এস.এম শওকত হোসেন, রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সাবেক প্রেসিডেন্ট রোটারীয়ান সুপ্রিয়া দাস দিপা, রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারীয়ান নাজমুল হাসান শাহ্জাহান ও রোটারীয়ান আশিফ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পিন পরিয়ে ৫জনকে নতুন সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রোটারীয়ান প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলী, আঞ্জুমান আরা বেগম, আশিফ মাহমুদ, নজরুল ইসলাম, শিবানী মন্ডল, স্টিভ তুর্য বাড়ৈ, লতা আক্তার প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!