মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার ইজারাদার কর্তৃক মহাসড়কে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন॥আল্টিমেটাম

  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী পৌরসভার ইজারাদার কর্তৃক মহাসড়কে অবৈধ টোল আদায় বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, ট্রাক মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
আজ ১৪ই এপ্রিল বেলা ১১টায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষে সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান হাসান বক্তব্য রাখেন। এ সময় জেলা ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক দিদারুল হক হিরু ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ সংগঠনগুলোর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু বলেন, দীর্ঘদিন ধরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রাজবাড়ী পৌরসভা মেয়রকে সরকারী নিষেধাজ্ঞা অনুযায়ী মহাসড়ক থেকে ইজারা দিয়ে অবৈধভাবে টোল আদায় না করার জন্য বলা হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। পরে প্রশাসনকে জানানোর পর প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে পৌর মেয়র জেলা বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত ইজারা আদায় করা হবে না বলে আশ্বস্ত করেন। তা স্বত্ত্বেও আজ ১লা বৈশাখ থেকে পৌরসভার ইজারাদার মেসার্স জহুরুল ইসলাম কর্তৃক ট্রাক, কভার ভ্যান পিকআপ হতে ৬০ টাকা করে টোল আদায় শুরু করেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মানিকগঞ্জের একটি ট্রাক থেকে পৌরসভার ইজারাদারের লোকজন অবৈধভাবে টোল আদায় করতে গেলে ট্রাকের চালক তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে ইজারাদারের লোকজন ট্রাকটির চালক মানিক হোসেন(২৭) ও তার হেলপারকে মারধর করে। পরে ওই ট্রাক চালক রাজবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করে। বিষয়টি জানার পর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সকল বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়। আধা ঘন্টা বন্ধ থাকার পর প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পৌরসভার ইজারাদার কর্তৃক অবৈধভাবে টোল আদায় না করার আশ্বাসের প্রেক্ষিতে পুনরায় বাস-ট্রাক চলাচল শুরু হয়। যদি পৌরসভার ইজারাদার কর্তৃক আবার অবৈধ টোল আদায় করা হয় তাহলে পুনরায় সকল বাস-ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।
রাজবাড়ী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান হাসান বলেন, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়ক থেকে সকল ধরনের চাঁদা আদায় অবৈধ হলেও রাজবাড়ী শহরের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মুরগীর ফার্ম এলাকায় মহাসড়কের দু’টি স্থান থেকে পৌরসভার ইজারাদার অবৈধভাবে টোল আদায় করছে। এই অবৈধ টোল আদায় বন্ধ না হলে জেলা ট্রাক মলিক সমিতি তাদের সকল ট্রাক চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেবে।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, পৌরসভা কর্তৃপক্ষ বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনালের অভ্যন্তর ছাড়া মহাসড়ক থেকে কোন অবস্থাতেই টোল আদায় করতে পারে না। কিন্তু রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আঞ্চলিক মহাসড়ক থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। রাজবাড়ীতে কোন ট্রাক টার্মিনাল নাই এবং বাস টার্মিনাল থাকলেও সেটি রক্ষণাবেক্ষণের অভাবে যাত্রীদের বিশ্রামাগার ও বাথরুম ব্যবহারের অনুপযোগী হওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা না থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আইন অনুযায়ী কোন বাস বা ট্রাক টার্মিনাল ব্যবহার না করে সড়ক-মহাসড়ক দিয়ে চলাচল করলে তাদের কাছ থেকে কোন টোল আদায় করা যাবে না। তা স্বত্ত্বেও পৌর ইজারাদার স্থানীয় সন্ত্রাসীসহ তার লোকজন নিয়ে অবৈধভাবে জোরপূর্বক টোলের নামে চাঁদা আদায় করছে। এ বিষয়ে বিভিন্ন সময় পৌরসভার মেয়র ও প্রশাসনকে জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই অবস্থায় যদি আবার আঞ্চলিক মহাসড়কে চালাচলকারী বাস ও ট্রাক থেকে অবৈধভাবে টোল আদায় করা হয় তাহলে জেলার সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০১৫ সালের ৩রা ডিসেম্বর সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০২.১৩-২২৫৪নং স্মারকের পত্র দিয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্তৃক মহাসড়ক থেকে অবৈধভাবে টোল আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। কিন্তু রাজবাড়ীতে মন্ত্রণালয়ের এ আদেশ বাস্তবায়িত হয়নি। রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গত ০৭/০৩/২০১৯ তারিখে রাজবাড়ীর জেলা প্রশাসককে ও পুলিশ সুপারকে এবং ২৬/০৩/২০১৯ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখায় পত্র দিয়ে বিষয়টি উল্লেখপূর্বক মহাসড়ক থেকে অবৈধভাবে এই টোল আদায় বন্ধের অনুরোধ জানানো হয়। তা স্বত্ত্বেও পৌরসভার ইজারাদার কোন কিছুর তোয়াক্কা না করে মহাসড়ক থেকে জোরপূর্বক টোল আদায় করে আসছিল। সর্বশেষ আজ ১৪ই এপ্রিল অবৈধ টোল আদায়কে কেন্দ্র করে পৌরসভার ইজারাদারের লোকজন একজন ট্রাক চালক ও তার হেলপারকে মারধর করলে বাস ও ট্রাকের মালিক-শ্রমিক সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!