॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম গতকাল ৯ই এপ্রিল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে বাজারের আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারকে ২হাজার, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ভাই ভাই ট্রেডার্সকে সাড়ে ৩হাজার এবং নকল ডিটারজেন্ট পাউডার তৈরীর দায়ে স্নিগ্ধা কনজ্যুমার্স লিঃ নামের একটি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে ১০৮ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করে ধ্বংস করা হয়। জেলা ও বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।