গতকাল ২৭শে মার্চ বিকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে রাজস্ব ও খাস জমি বন্দোবস্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী । সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।