বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ইমদাদুল হক -ভাইস চেয়ারম্যান পদে পিয়াল ও আলেয়া বিজয়ী

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এডঃ ইমদাদুল হক বিশ্বাস আনারস প্রতীকে ২৬ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮৪০ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৭ হাজার ৫৯টি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম সফি নৌকা প্রতীকে ১৮ হাজার ৩ ভোট পেয়ে ৩ জনের মধ্যে ৩য় হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রকিবুল হাসান পিয়াল তালা প্রতীকে ৩৭ হাজার ১১০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডঃ সফিকুল হোসেন সফিক উড়োজাহাজ প্রতীকে ২৪ হাজার ১৪ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১৩ হাজার ৯৬টি। ভাইস চেয়ারম্যান পদে আরেক প্রার্থী মোহন মোল্লা টিউবওয়েল প্রতীকে ১ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম হাঁস প্রতীকে ৩৬ হাজার ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মীর মাহফুজা খাতুন মলি কলস প্রতীকে ২৬ হাজার ৬৫২ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৯ হাজার ৪৬৭টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৬ হাজার ৭শত ভোটের মধ্যে ৬৪ হাজার ৭৪২টি বৈধ ও ১ হাজার ৯৫৮টি অবৈধ, ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৬ হাজার ৬৬৮ ভোটের মধ্যে ৬২ হাজার ৭৭১টি বৈধ ও ৩ হাজার ৮৯৭টি অবৈধ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৬ হাজার ৪৭২ ভোটের মধ্যে ৬৩ হাজার ১১১টি বৈধ ও ৩ হাজার ৩৬১টি অবৈধ বলে গণ্য হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!