॥নিউজ ডেস্ক॥ একটি রেস্টেুরেন্টে খাবার অর্ডার করার পর একজন নারী সেই খাবারের ভেতর থেকে ৪০টির বেশি মরা তেলাপোকা পেয়েছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারী তার খাবার থেকে চপস্টিক দিয়ে তেলাপোকা বের করছেন। চীনের ওই ঘটনায় ওই নারী ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। ওই নারী একটি অনলাইন ফুড ডেলিভারি সাইটে হাঁসের মাংসের অর্ডার দেন।ওই নারী দাবি করেন, তিনি তার বন্ধুদের সঙ্গে খেতে বসেছিলেন; এমন সময় ওই হাঁসের মাংস তার বাসায় ডেলিভারি করা হয়। কিন্তু ওই তরকারির পাত্র খুলে অবাক হয়ে যান ওই নারী ও তার বন্ধুরা। তারা তরকারির ভেতর একটি তেলাপোকা দেখতে পান। তবে ওই তেলাপোকাটি বের করার পর তারা তরকারির ভেতর আরও মরা তেলাপোকা খুঁজে পান। এভাবে একে একে অনেকগুলো তেলাপোকা খাবার থেকে বের করে আনেন ওই নারী ও তার বন্ধুরা। তাদের দাবি তারা ৪০টির বেশি তেলাপোকা খুঁজে পেয়েছেন। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শানটো শহরে বসবাসকারী ওই নারী বলেন, তিনি খাবারের বিষয়ে প্রথমে ওই রেস্টুরেন্টে অভিযোগ করেন এবং পরে মামলা দায়ের করেন। এদিকে চীনের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং পুলিশের কর্মকর্তারা ওই নারীর এই অভিযোগ খতিয়ে দেখছেন বলে জানা গেছে। এরইমধ্যে ওই রেস্টুরেন্ট ক্ষমা চেয়েছে এবং পরবর্তী ১৫ দিন তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।