॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত ১৫টি পরিবারের মধ্যে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
গতকাল ১৪ই মার্চ দুপুরে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সরকার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যাদের জমি নেই, থাকার জায়গা নেই সরকার তাদেরকে ঘর নির্মাণ করে দিচ্ছে। যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদেরকেও সরকার ১লক্ষ টাকা করে দিয়ে ঘর করে দিচ্ছে। এই আশ্রয়ণ প্রকল্পের ৩টি ইউনিটে মোট ১৫টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এই ঘরে আপনারা থাকবেন। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। আপনাদেরকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।