॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে গত ৯ই মার্চ দুপুরে আপন ফুফাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী(১৬)।
এ ঘটনায় গতকাল ১১ই মার্চ ওই কিশোরীর মা বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। রাজবাড়ী থানার মামলা নং-২৭। ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ০৩) ৯(১)। মামলার আসামী হলো ঃ মহারাজপুর গ্রামের জয়নাল সরদারের ছেলে আমির সরদার(২৪)।
ওই কিশোরীর মা জানান, গত ৯ই মার্চ সকালে তিনিসহ পরিবারের লোকজন বাড়ীর পাশে ক্ষেতে বেগুন তুলতে যান। এ সময় তার মেয়ে একা বাড়ীতে ছিল। দুপুর ১২টার দিকে পাশ^বর্তী মহারাজপুর গ্রামের তার ননদের ছেলে আমির সরদার(২৪) বেড়াতে আসে। এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে সে তাকে একা পেয়ে ঘরের মধ্যে জোর পূর্বক ধর্ষণ করে।
রাজবাড়ী থানার এস.আই সোমনাথ বসু জানান, গতকাল ১১ই মার্চ ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দী প্রদান করেছে। ঘটনার পর থেকে ধর্ষক আমির সরদার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।