॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরে শিক্ষার্থীদের মধ্যে আমান মওদুদ ফাউন্ডেশনের বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।
গতকাল ৯ই মার্চ দুপুরে ফরিদপুর শহরের অম্বিকাপুরে পল্লীকবি জসিম উদ্দীনের পিতার নামে প্রতিষ্ঠিত আনছার উদ্দীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আমান মওদুদ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত ৯৭জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন।
আনছার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান পল্লী কবির মেয়ে(ব্যারিস্টার মওদুদ আহমেদের পতœী) বেগম হাসনা জসিম উদ্দীন মওদুদ, পল্লী কবির আরেক মেয়ে আসমা জসিম উদ্দীন তৌফিক, পল্লী কবির ছেলে ডাঃ জামাল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রদান শেষে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার শ্বশুর পল্লী কবি জসিম উদ্দীন এবং তার দুই ছেলে আমান মওদুদ ও আসিফ মওদুদের কবর জিয়ারত করেন। এরপর তিনি পল্লী কবির নামে প্রতিষ্ঠিত জসীম সংগ্রহশালা ঘুরে দেখেন এবং পল্লী কবির বাড়ীর আঙ্গিনায় ফিতা কেটে কবি জসিম উদ্দীন স্মৃতি সংঘের মধুমালা গ্যালারীর উদ্বোধন করেন। পরে কবির বাড়ীর আঙ্গিনায় মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।