॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দুই দিনব্যাপী হার্ট ক্যাম্প গতকাল ৮ই মার্চ সমাপ্ত হয়েছে।
হার্ট ক্যাম্প চলাকালে উচ্চ রক্তচাপ, বাতজ্বরজনিত হৃদরোগ, করোনারী হৃদরোগ ও জন্মগত হৃদরোগসহ সকল প্রকার হৃদরোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজী বিভাগের সাবেক চেয়ারম্যান ডাঃ এএমএইচএস সিরাজুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের চীফ কার্ডিয়াক সার্জন ডাঃ ফারুক আহমেদ এবং সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাজির আহমেদ।
হার্ট ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। রেজিস্ট্রেশন ফি ছিল জনপ্রতি ৫শত টাকা ও পরীক্ষার ফি বাবদ নেয়া হয় ১৫০ টাকা করে।