॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ২৪শে ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টার দিকে শহরের বিনোদপুর ভাজনচালা থেকে ৩৭০ পিস ইয়াবাসহ স্বাধীন কর্মকার(২৮) ও সৌরেন কর্মকার(২১) নামের দুই সহোদরকে আটক করে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে দেড় বছর (১ বছর ৬ মাস) করে বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। সাজা ঘোষণার পর তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। দ-িত স্বাধীন কর্মকার ও সৌরেন কর্মকার বিনোদপুর ভাজনচালার মৃত গোপাল চন্দ্র কর্মকারের ছেলে।