॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলাধীন বাংলাদেশ হাট মোড় এলাকায় গতকাল ২৩শে ফেব্রুয়ারী ওরশের যাত্রীবাহী ১টি বাস ও ২টি ট্রাক দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। মহাসড়কের চলমান প্রশস্তকরণ কাজে অবহেলা ও অপরিকল্পিতভাবে মাটি ফেলে রাখায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সকালে বাংলাদেশ হাট মোড় এলাকায় ফরিদপুরের আটরশির ওরশের যাত্রীবাহী ১টি বাস সাইড দিতে গিয়ে নরম মাটিতে চাকা দেবে উল্টে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে সকালেই কাছাকাছি স্থানে আরো ২টি ট্রাক একই কারণে রাস্তার পাশে উল্টে যায়।
ক্ষতিগ্রস্ত একজন ট্রাক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার পাশ দিয়ে অপরিকল্পিতভাবে মাটি ফেলায় এবং কোন সিগনালম্যান না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। নতুন রাস্তা হতে আরো হয়তো এক বছর লেগে যেতে পারে। সে ক্ষেত্রে পুরাতন রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে রাখলে এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান পুরাতন রাস্তা মেরামত করছে না।
এ ব্যাপারে মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, পুরাতন রাস্তা মেরামত করার জন্য কোন আমাদের প্রকল্পে কোন ব্যয় ধরা হয়নি। তবু আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ৩টির দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অর্থায়নেই গাড়ীগুলো গর্ত থেকে তুলে আনার ব্যবস্থা করছি।
এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে মহাসড়কের কাজ শেষ হবার কথা রয়েছে। পুরাতন রাস্তা মেরামত প্রসঙ্গে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানেরই রাস্তা মেরামত করার কথা।