॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে গতকাল ১৫ই ফেব্রুয়ারী বেলা ৩টার দিকে ঝিনাইদহ জেলা সদরের কামারকুন্ডু এলাকায় কলা বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ও ওই পিকআপের চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে কলা বোঝাই পিকআপ ভ্যানে করে ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদরের কামারকুন্ডু এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পিকআপটি থামার সংকেত দেয়া হয়। কিন্তু চালক পিকআপটি না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে পিকআপটি(ঢাকা-মেট্ট্রো-ন-১১-৪৭৩০) আটক করা হয়। এরপর তল্লাশী করে কলার ছড়ির মধ্যে লুকিয়ে রাখা ৩টি বস্তাভর্তি অবস্থায় ৫৬১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পিকআপটির চালক ঢাকার নবাবগঞ্জ থানাধীন রূপারচর এলাকার মৃত লাভলু মিয়ার ছেলে আলামিন বাবু(৩১) ও তার সহকারী ঝিনাইদহের কোটচাঁদপুর থানাধীন কুশনা মাঝের পাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে হাসান মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়।