শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

খালেদা জিয়ার মুক্তির এখতিয়ার প্রধানমন্ত্রীর হাতে নেই ঃ তথ্যমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারাগার থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দুইটি উপায় রয়েছে- রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা অথবা আদালতে আইনি লড়াই।
তিনি বলেন, ‘বেগম জিয়া অথবা অন্য কোন বন্দিকে মুক্তি দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন আইনগত অধিকার নাই।’ গতকাল ১২ই ফেব্রুয়ারী সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা রিজভী আহমেদের বক্তব্যের উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এক সংবাদ সম্মেলনে তিনি (রিজভী আহমেদ) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘কিন্তু কারাগার থেকে কোন বন্দিকে মুক্তি দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন আইনগত অধিকার নাই।’ ‘প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার মুক্তি চেয়ে রিজভী আহমেদ আদালতকে অসম্মান করেছেন।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, তারা যদি বেগম জিয়াকে মুক্ত করতে চান তাহলে বিএনপিকে আইন ও আদালতের মাধ্যমে অগ্রসর হতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি (খালেদা জিয়া) মুক্তি পেতে পারেন।
বিএনপি’র মিত্র জামায়াত সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, তারা হয়তো নতুন কৌশল গ্রহণ করেছে, কেননা তাদের সম্পর্ক খুবই গভীর।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও জামায়াত আলাদা হচ্ছে- এ রকম একটি প্রতিবেদন আমি দেখেছি। কিন্তু প্রকৃত সংবাদ হচ্ছে জামায়াতই বিএনপিকে ত্যাগ করছে, বিএনপি জামায়াতকে ছাড়তে চাচ্ছে না।’
তিনি বলেন, ‘বিএনপি যদি তাদের ভুল-ত্রুটি স্বীকার করে জামায়াতকে ত্যাগ করে, তাহলে আমরা তাদেরকে(বিএনপি) স্বাগত জানাব।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অথবা জামায়াত একে অপরকে ত্যাগ করবে না, কেননা উভয় রাজনৈতিক দলের চিন্তা-ভাবনা ও আদর্শ প্রায় অনুরূপ।’
তিনি বলেন, প্রত্যেকেই জানেন বিএনপি ও জামায়াত উভয়ই সাম্প্রদায়িক দল এবং চিন্তা, আদর্শ চেতনার দিক থেকে তারা খুবই ঘনিষ্ঠ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!