॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গত ১১ই ফেব্রুয়ারী দিনগত রাত ১টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ বিক্রেতা রশিদ মন্ডল (৪৬)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রশিদ মন্ডল উত্তর দৌলতদিয়া আইনদ্দিন বেপারীর পাড়ার মৃত আজগর মন্ডলের ছেলে। সে দৌলতদিয়া পতিতাপল্লীর মোস্তফা মোল্লার বাড়ীতে ভাড়া থেকে ইয়াবা বিক্রি করে আসছিল। তাকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।