॥কাজী তানভীর মাহমুদ॥ বিএসটিআই’র নির্দিষ্ট পরিমাপের বেশী জায়গা জুড়ে নামফলক ব্যবহার করায় রাজবাড়ী সদর উপজেলার ৬টি ইট ভাটাকে ২লক্ষ ২০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ১১ই ফেব্রুয়ারী সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএন্ডবি ব্রিকসকে ১০হাজার, এসটিবি ব্রিকসকে ১০ হাজার, এসএজে.আই ব্রিকসকে ৫০ হাজার, জেএসবি ব্রিকসকে ৫০হাজার, কেবিআই ব্রিকসকে ৫০ হাজার এবং এবিকে ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইনে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার ৭০ হাজার টাকা নগদ আদায় করা হয়েছে এবং বাকী ১ লক্ষ ৫০ হাজার টাকা ৫কর্ম দিবসে আদায় করা হবে। এছাড়াও অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।