॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর হাবিল মন্ডলের পাড়ার এক অসহায় পিতা তার মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ট হয়ে তাকে থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জানা গেছে, বাবর আলী খাঁ নামের ওই অসহায় পিতা গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে তার ছেলে বিপ্লব খাঁ(১৯) এর বিরুদ্ধে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। এরপর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ স্থানীয় নতুন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসে। বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করেন। এছাড়াও তাকে ২শত টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বাবর আলী খাঁ বলেন, তার ছেলে বিপ্লব দীর্ঘ দিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছিল। মাদকদ্রব্য কেনার টাকার জন্য সে কয়েকবার তাকে মারধর করেছে। নিরুপায় হয়ে তাকে আইনের হাতে তুলে দিলাম।