বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে চত্রা নদীর সাড়ে ৯ কিলোমিটার পুনঃ খনন কাজ উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ও মৌরাট ইউপির সীমান্তবর্তী বিত্তিডাঙ্গা ব্রিজের পাশে চত্রা নদী পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকেল ৪টার দিকে ফিতা কেটে চত্রা নদীর প্রায় সাড়ে ৯কিলোমিটার পুনঃ খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। এলাকায় উন্নয়নের কারনেই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়েছে। বিএনপির সময়ে এলাকায় উন্নয়ন হয় নাই বলেই এখানে বিএনপির প্রার্থীকে মানুষ ভোট দেয় নাই।
জিল্লুল হাকিম এমপি বলেন, আমি সব সময় এলাকার উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণের জন্য চিন্তা করি। যার কারণে জনগণ এবারে প্রায় ৯০% ভোট দিয়ে আমাকে পুনঃ নির্বাচিত করেছে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে অনেক গ্রামে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। জনগণ বিদ্যুতের সেবা পাচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ব্রিজ-কার্লভাট নির্মাণ করা হচ্ছে। গ্রাম আর শহরের মধ্যে এখন আর খুববেশি পার্থক্য নেই। দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা প্রভৃতি কর্মসূচি চালু করা হয়েছে। চত্রা নদী পুনঃ খননের ফলে নদীতে পানি থাকবে। এতে মানুষ সেচ সুবিধা পাবে। কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সোবাহান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলামসহ ঠিকাদারের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সরিষা ও মৌরাট ইউপির মেম্বার ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ জানান, ফরিদপুর এফসিডি প্রকল্প(এরিয়া-১) শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে চত্রা নদীর পাংশা ও কালুখালী উপজেলার মধ্যে সাড়ে ৯কিলোমিটার পুনঃ খনন করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রাজধানী ঢাকার বিজয়নগরের টিটিএসএলএসআর (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে গড়াই-সিরাজপুর হাওর নদীর পানি নিষ্কাশন ও সেচ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!