॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় এ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ আল মাসুদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার পর থানা পুলিশের জোরালো তৎপরতায় ডাকাতি হওয়া ২৮হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ফোন উদ্ধারসহ এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৮জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে ৩জন আদালতে স্বাকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এস.আই হিরন কুমার বিশ্বাস জানান, সর্বশেষ গতকাল ৬ই ফেব্রুয়ারী আব্দুল্লাহ আল মামুন নামের গ্রেফতাকৃত একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে। তার বাড়ী খুলনার রূপসায়। কামাল গাজী নামের আরেকজনের সঙ্গে তাকে দৌলতদিয়া ঘাট থেকে গ্রেফতার করা হয়। কামাল গাজীর বাড়ী খুলনার সোনাডাঙ্গায়। এর আগে শাহীন চৌধুরী ও আলী হাসান নামের গ্রেফতারকৃত দু’জন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। তাদেরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শাহীন চৌধুরীর বাড়ী খুলনার লবণচরায় এবং আলী হাসানের বাড়ী বরিশালে। তাদের আগে রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে আরও ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মূলতঃ পেশাদার ডাকাত। দেশের বিভিন্ন স্থানে তারা ডাকাতি করে বেড়ায়।
এস.আই হিরন কুমার বিশ্বাস আরও জানান, দীর্ঘ প্রচেষ্টায় পুলিশ সুপারের নির্দেশনা ও সিনিয়র অফিসারদের সহযোগিতায় এই ডাকাতির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অভিযান এখনও অব্যাহত আছে। জড়িত সকলকেই বিচারের মুখোমুখি করতে পারবো বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, গত ১৪ই জানুয়ারী দিনগত গভীর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় (সদর হাসপাতালের পিছনে) এ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ আল মাসুদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। জাঙ্গিয়া পড়া ও মুখে গামছা বাঁধা ৮/১০ জনের একদল ডাকাত ধারালো ও আগ্নেয়াস্ত্রের মুখে মাসুদ ও তার পরিবারের অন্যান্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, হাতঘড়ি, মোবাইল ফোন ইত্যাদি নিয়ে যায়।