॥স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র আয়োজনে ‘বাঙ্গালীর মনে-প্রাণে বঙ্গবন্ধু, ছন্দে কবিতায় বঙ্গবন্ধু’-শ্লোগানকে সামনে রেখে গত ২৯শে জানুয়ারী রাজধানী ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘কথা ও কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এডঃ উম্মে রাজিয়া কাজল। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পীরজাদা নুরুল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, চীফ কো-অর্ডিনেটর মুশতারী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম তার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনার পাশাশপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র কার্যক্রম তুলে ধরে বলেন, সুদূর আমেরিকায় নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিভিন্ন হুমকির মুখেও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যক্রম চলমান রেখেছেন। সত্য ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনটিকে বেগবান ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই স্বপ্নপূরণের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে সরকারী পৃষ্ঠপোষকতাসহ সকলের সহযোগিতায় আমেরিকাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে একটি বিল্ডিং কেনার আশা ব্যক্ত করেন।