॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামে সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে।
গতকাল ৩০শে জানুয়ারী সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নিকট আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ১৯ই বেঙ্গলের ক্যাপ্টেন আব্দুল মুকিত নাফিজ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, ঘর নির্মাণ কাজের ঠিকাদার মারুফ হাসান ও ইউপি সদস্য মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪৫ শতাংশ জমির উপর সেনাবাহিনীর তত্বাবধানে ৩টি ব্যারাক নির্মাণ করা হয়েছে। সেখানে ভূমিহীন ১৫টি পরিবারকে পুনর্বাসন করা হবে।