॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী বাজারের মুরগী বাজার সংলগ্ন অব্যবহৃত পৌরসভার কসাইখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ২৬েেশ জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কসাইখানায় গুরুত্বপূর্ণ কোন জিনিসপত্র না থাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ওই এলাকার ব্যবসায়ীরা জানান, কসাইখানাটির মধ্যে মাদক সেবন করা হয়। লতিফ মুন্সী নামের একজন ব্যবসায়ী বলেন, মাদকসেবীদের গাঁজার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।