॥রঘুনন্দন সিকদার॥ জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি-চরআড়কান্দির মরা চন্দনা নদীর বদ্ধ জলমহাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৪শে জানুয়ারী বেলা ১১টায় এই পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মোঃ আলিমুজ্জামান।
এ সময় জেলা মৎস্য অফিসার মোহাঃ মজিনুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) রবিউল হক ও উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ তপুসহ স্থানীয় মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
এই পুনঃখনন কার্যক্রমের আওতায় পাইককান্দি-চরআড়কান্দির মরা চন্দনা নদীর বদ্ধ জলমহালের ১.২০ হেক্টর এলাকা খনন করা হবে।