॥মনির হোসেন॥ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের অসাধুতা বন্ধের লক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এবং সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা গতকাল ২৪শে জানুয়ারী বিকালে রতনদিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় তারা অসাধু পন্থায় ব্যবসা করার দায়ে বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন এবং সঠিক মূল্যে চাল বিক্রি হচ্ছে কিনা সেটি দেখার জন্য চাল ব্যবসায়ীদের দোকান ও গোডাউনে গিয়ে রশিদ যাচাই করেন। কালুখালী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।