॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে জানুয়ারী বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল, বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা ও বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।