॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা গতকাল ২২শে জানুয়ারী বিকেলে স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে সভায় অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিক, মুক্তিযোদ্ধা মোঃ আবু সাঈদ মাস্টার, লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা রেজাউল করিম, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, কমিটির সদস্য পারভীন মোরশেদ, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদত আলী, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও সন্ধ্যা রাণী কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় কাজী আব্দুল মাজেদ একাডেমী ও পূঁইজোর ফাজিল মাদরাসায় পৃথক দু’টি ‘সততা স্টোর’ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে সভায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজনের গুরুত্বারোপ করা হয়।