॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম আবু ফরহাদ গতকাল ২১শে জানুয়ারী সন্ধ্যায় মতবিনিময় করেন। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি উরমান মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম শাহ আজিজ, যুগ্ম-সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক খন্দকার আকরামুজ্জামান, কাজী ফারুক, মাসুদ শিকদার, লিটন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ বলেন, সমাজ থেকে মাদক ও বাল্য বিবাহ রোধ করতে হবে। দু’টিই জাতির অগ্রগতির বাঁধা। তিনি মাদক ও বাল্য বিবাহ সম্পর্কে জনসচেতনা বৃদ্ধির জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।