॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশ্মশানে মাঘি পূর্ণিমা উৎসব ও ১০দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের এক প্রস্তুতি সভা গতকাল ১৮ই জানুয়ারী দুপুরে অনুষ্ঠিত হয়।
পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক সুশীল কুমার মুদী, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শঙ্কর চক্রবর্তী, দেব প্রসাদ গোস্বামী, আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, পাংশা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অজিৎ হালদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী চন্ডীচরণ ঘোষ, মহনলাল আগরওয়ালা, অপূর্ব বিশ্বাস, তারাপদ অধিকারী, অচিন্ত কুমারসহ আদি মহাশ্মশান কমিটি, পূজা উদযাপন পরিষদ, নিতাই গৌর সেবাশ্রম ও সনাতন ধর্মীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু।
সভায় পাংশা আদি মহাশ্মশানে মাঘি পূর্ণিমা উৎসব ও ১০দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, আগামী ৫ ফালগুন ১৭ই ফেব্রুয়ারী শুভ অধিবাসের মধ্য দিয়ে উৎসবের কর্মসূচি শুরু হবে।