॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল ১৭ই জানুয়ারী দুপুরে জঙ্গল ইউনিয়নের পোটরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি রনজিৎ কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ মানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, সমিতির সাবেক সভাপতি সুদর্শন কুমার রায়, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক সামছুল আলম মন্টু, ধর্মতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড় ও বকচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমাই চন্দ্র প্রমুখ বক্তব্যে রাখেন।
এ সময় সমিতির সদস্যভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক এই সাধারণ সভাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি উপজেলার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের মিলনমেলায় পরিণত হয়।