॥মাহবুব হোসেন পিয়াল॥ বিনা চাষে সরিষা উৎপাদনের বিষয়ে ফরিদপুর সদর উপজেলার কৈজুরীতে কৃষক সমাবেশ অনু্িষ্ঠত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুর ও তৈলবীজ গবেষণা বিভাগ, গাজীপুরের আয়োজনে গতকাল ১৭ই জানুয়ারী দুপুরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোঃ ইকু মিয়ার সভাপতিত্বে সমাবেশে তৈলবীজ গবেষণা বিভাগ, গাজীপুরের প্রকল্প পরিচালক ও মূখ্য বৈজ্ঞানিক কর্তকর্তা ড. মোঃ আব্দুল লতিফ আকন্দ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম খালেদুন, সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহিউদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ, বিএডিসির কন্ট্রাক্ট প্রোগ্রামের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল ইসলাম, কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিউন্নবী, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাগণ বলেন, দেশের চাহিদা অনুযায়ী তেল উৎপাদন করে আমরা তেল আমদানী বন্ধ করতে চাই। তাই সরিষা চাষের উপর জোর দিয়েছি। তৈলবীজ গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্তকর্তাগণ উন্নত জাতের সরিষা বীজ উৎপাদনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।