॥আশিকুর রহমান॥ আর্থিক ও চিকিৎসক সংকটের কারণে প্রায় দেড় বছর যাবৎ বন্ধ রয়েছে রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল। ফলে একতলা ভবনের চার কক্ষ বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে।
রাজবাড়ী পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে শহরের পুলিশ লাইন নতুন বাজার এলাকায় শিশু হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর সেখানে একজন চিকিৎসক প্রতিদিন দু’ঘন্টা করে(ছুটির দিন বাদে) রোগী দেখে শুধু ব্যবস্থাপত্র দিতেন। এভাবেই চলেছে ২২বছর। সর্বশেষ ওই হাসপাতালের দায়িত্বে ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রশিদ। ২০১৭ সালের ১৭ই সেপ্টেম্বর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর হাসপাতালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ডাঃ মোঃ আব্দুর রশিদ জানান, তিনি ১৯৯৮ সালে পৌরসভার স্বাস্থ্য বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। পৌরসভার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌর শিশু হাসপাতালে প্রতিদিন(ছুটির দিন বাদে) দুই ঘণ্টা করে রোগী দেখতেন। রোগী দেখে শুধু ব্যবস্থাপত্র দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল কার্যক্রম। তা সত্ত্বেও প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন রোগী হতো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চার কক্ষ বিশিষ্ট শিশু হাসপাতালটির জরাজীর্ণ একটি কক্ষেই পরিচালিত হচ্ছে সূর্যের হাসি স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম। বাকি তিনটি কক্ষের দু’টির দরজা খোলা এবং একটির দরজা ভাঙা রয়েছে। জরাজীর্ণ কক্ষগুলোর সবগুলো জানালা খোলা থাকায় ভেতরে ধুলা-ময়লার স্তুপ জমে গেছে। সে সময় কথা হয় সূর্যের হাসি স্যাটেলাইট ক্লিনিকের সার্ভিস প্রমোটর শায়লা খানের সঙ্গে। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে সপ্তাহে দু’দিন (সোম ও মঙ্গলবার) আমরা এখানে আমাদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করি।
পৌর শিশু হাসপাতালটি বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, পৌরসভার মেডিকেল অফিসার স্বেচ্ছায় অবসর নেওয়ার কারণে কার্যক্রম বন্ধ আছে। আর্থিক সংকটের কারণে সেটি চালু করা সম্ভব হচ্ছে না। আর্থিক সংকট দূর হলে ডাক্তার নিয়োগ দিয়ে হাসপাতালটি আবার চালু করা হবে।