॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন(পূর্বাঞ্চল) আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৩শে ডিসেম্বর বেলা ১২টায় গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, নৌকার জন্যই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। নৌকা এদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে, গণতন্ত্র দিয়েছে। তাই আগামী নির্বাচনেও নৌকাকে জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে নদী ভাঙ্গন রোধে অগ্রাধিকার ভিত্তিতে ধাওয়াপাড়া থেকে দৌলতদিয়া পর্যন্ত স্থায়ীভাবে নদী শাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও অনেক উন্নয়ন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষ ভালো থাকে, শান্তিতে-নিরাপদে থাকে। বিএনপি উন্নয়ন চোখে দেখে না। তারা শুধু মিথ্যাচার করা। বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় এলে ২য় পদ্মা সেতু করা হবে। যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
আওয়ামী লীগ নেতা হেদায়েত মওলা লালের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা জাসদের(আম্বিয়া) আহ্বায়ক স্বপন কুমার দাস, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতু, জেলা জাতীয় পার্টির এক সময়ের প্রভাবশালী নেতা গোলাম মোস্তফার পুত্র যুবলীগ নেতা মোঃ আল আমিন মোস্তফা ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কানিজ ফাতেমা চৈতী, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।