॥কবির হোসেন॥ রাজবাড়ীর বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ৩বছর পূর্তি ও ঋতুরাজ বসন্তকে বরণ করতে উপলক্ষে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকেলে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় রেলওয়ে আজাদী ময়দান থেকে শুরু হয়ে র্যালীটি রাজবাড়ী শহরের প্রধান সড়ক দিয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। এরপর আজাদী ময়দানের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নারী নেত্রী এডঃ দেবাহুতি চক্রবর্তী। অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি ও পরিচালক মিলন সিদ্দিকী, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর মাহফুজা খাতুন মলি, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সবিতা চন্দ এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈচিত্র্য সাংস্কৃতিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পাশাপাশি সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিয়া দাস দিপা এবং উপস্থাপনা করেন বৈচিত্র্য’র উপদেষ্টা মোঃ শাহাদত ফকির।