॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী সভায় গতকাল গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির একাংশের কয়েকশ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত সভায় রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রাথী ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) সংসদীয় আসনের আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলীর নির্বাচনীর গণসংযোগের অংশ হিসেবে গতকাল গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে ৫টি জনসভার আয়োজন করা হয়।
প্রথম অনুষ্ঠিত হয় ইউনিয়নের পিয়ার আলী মোড়ে। বেলা এগারটায় দেবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির একাংশের (জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ-আসলাম গ্রুপ) সভাপতি মোহাম্মদ আলী মিয়ার নেতৃত্বে প্রায় তিনশত নেতাকর্মী সভায় নৌকার পক্ষে মিছিল নিয়ে যোগ দেন। পরে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেছি।