॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে কষ্টি পাথরের জোড়া মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবী জোড়া মূর্তিটির মূল্য কয়েক কোটি টাকা।
গত ৯ই ডিসেম্বর দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বহরপুর রেলস্টেশন এলাকা থেকে এ জোড়ামূর্তিটি উদ্ধার করা হয়।
গতকাল ১০ই ডিসেম্বর দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, গত ৯ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বহরপুর রেলস্টেশন সংলগ্ন রাস্তায় মূর্তিটি ক্রয়-বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে কয়েকজন পাচারকারী অবস্থান করছিল। এমন তথ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিমের নেতৃত্বে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৪৫ কেজি ওজনের এক জোড়া কষ্টি পাথরের লক্ষী নারায়নের মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।
মূর্তি জোড়াটি প্রতœতত্ব অধিদপ্তরে হস্তান্তরের জন্য পত্রের মাধ্যমে জানানো হবে বলেও জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, জিয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।