বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জামালপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের কালী মন্দির প্রাঙ্গনে গতকাল ৭ই ডিসেম্বর বিকালে থানা পুলিশের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আজমল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইউনুছ আলী সরদার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ জামালপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সেক্রেটারীসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি হিন্দু সম্প্রদােেয়র উদ্দেশ্যে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভয় না পেয়ে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট প্রদান করবেন। আপনারা যাতে নির্বিঘেœ ভোট প্রদান করতে পারেন সে জন্য পুলিশ সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবো। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, বালিয়াকান্দি আমার স্মৃতি বিজরিত এলাকা। এখানের মাটি আমাকে বাঁচার অনুপ্রেরণা জোগায়। এখানে এসে যেমন ছোট্ট শৈশবে ফিরে যাই তেমন পেশাগত কাজ করতে দিয়ে নানা ধরনের বাঁধার সমস্যার সম্মুখীন হই। বালিয়াকান্দিতে আত্মহত্যা প্রবনতা প্রকট।
তিনি বলেন আপনাদের সন্তানদের সাথে ভালো ব্যবহার করুন, আত্মহত্যা কোন সমস্যার সমাধান নয়। তাদের মনে বিশ^াস জাগিয়ে তুলুন। মাদকের বিরুদ্ধ পারিবারিক সচেতনাত তৈরি করতে হবে। মাদক একটি পরিবারকে সর্বশান্ত করে দেয়। বালিয়াকান্দির ধর্মীয় সম্প্রীতি নিয়ে গর্ববোধ করে তিনি বলেন বাংলাদেশে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে এখানে পূজা অনুষ্ঠিত হয়। যেখানে সব ধর্মের মানুষ উৎসবে সামিল হয়।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার পিতার সাবেক কর্মস্থল জামালপুর ইউনিয়ন ভূমি অফিস এবং ওই সময়ে সেখানে বসবাস করা স্মৃতি বিজরিত বাড়ী ঘুরে দেখে স্মৃতিচারণ করেন। এ সময় তার স্বামী সৈয়দ সেলিম সাজ্জাদ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন নির্বাচন শেষে আবার এখানে আসবো। যতদিন বেঁচে থাকবো জামালপুরের স্মৃতি মনে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!