॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের কালী মন্দির প্রাঙ্গনে গতকাল ৭ই ডিসেম্বর বিকালে থানা পুলিশের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আজমল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইউনুছ আলী সরদার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ জামালপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সেক্রেটারীসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি হিন্দু সম্প্রদােেয়র উদ্দেশ্যে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভয় না পেয়ে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট প্রদান করবেন। আপনারা যাতে নির্বিঘেœ ভোট প্রদান করতে পারেন সে জন্য পুলিশ সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবো। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, বালিয়াকান্দি আমার স্মৃতি বিজরিত এলাকা। এখানের মাটি আমাকে বাঁচার অনুপ্রেরণা জোগায়। এখানে এসে যেমন ছোট্ট শৈশবে ফিরে যাই তেমন পেশাগত কাজ করতে দিয়ে নানা ধরনের বাঁধার সমস্যার সম্মুখীন হই। বালিয়াকান্দিতে আত্মহত্যা প্রবনতা প্রকট।
তিনি বলেন আপনাদের সন্তানদের সাথে ভালো ব্যবহার করুন, আত্মহত্যা কোন সমস্যার সমাধান নয়। তাদের মনে বিশ^াস জাগিয়ে তুলুন। মাদকের বিরুদ্ধ পারিবারিক সচেতনাত তৈরি করতে হবে। মাদক একটি পরিবারকে সর্বশান্ত করে দেয়। বালিয়াকান্দির ধর্মীয় সম্প্রীতি নিয়ে গর্ববোধ করে তিনি বলেন বাংলাদেশে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে এখানে পূজা অনুষ্ঠিত হয়। যেখানে সব ধর্মের মানুষ উৎসবে সামিল হয়।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার পিতার সাবেক কর্মস্থল জামালপুর ইউনিয়ন ভূমি অফিস এবং ওই সময়ে সেখানে বসবাস করা স্মৃতি বিজরিত বাড়ী ঘুরে দেখে স্মৃতিচারণ করেন। এ সময় তার স্বামী সৈয়দ সেলিম সাজ্জাদ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন নির্বাচন শেষে আবার এখানে আসবো। যতদিন বেঁচে থাকবো জামালপুরের স্মৃতি মনে থাকবে।