॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য’ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৬ই আগস্ট বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা বিধান কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম ও জাইকা’র প্রতিনিধি রাশেদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শামিমা বেগম বীণা।