শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোদার বাজার এলাকায় পদ্মায় আবারও ভাঙন

  • আপডেট সময় শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের গোদার বাজার এলাকায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে। সেখানকার প্রায় ১০০ মিটার এলাকার ভাঙ্গন রোধে ফেলা বালুর বস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাউবোর উদ্যোগে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়। যে স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে সেখানেও বালুর বস্তা ফেলা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোদার বাজার এলাকায় ইটভাটার পূর্ব পাশে ১০০ মিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জিনিসপত্র সরানোর কাজ করছে। কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। কিছু সময় পরপর ঢেউয়ের আঘাতে পাড় ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, বর্ষা মৌসুমে এখানে প্রথম ভাঙন শুরু হয়েছিল। আবার বর্ষা শেষ হওয়ার পর পানি কমে যাওয়ায় একই স্থানে ভাঙন শুরু হয়েছে। অথচ কোটি কোটি টাকা ব্যয়ে এখানে বালুর বস্তা ফেলা হয়।
এদিকে নদী থেকে সামান্য দূরেই রয়েছে গোদার বাজারের পর্যটন স্পট। কেন্দ্রটির এলাকা জুড়ে পাথরের বোল্ডার দ্বারা পাইলিং করা থাকলেও বর্ষা মৌসুমে ¯্রােতের তোড়ে সেগুলোর অধিকাংশই চলে গেছে নদীগর্ভে। শুষ্ক মৌসুমে ভাঙ্গন অব্যাহত থাকলে অচিরেই বিনোদন কেন্দ্রটিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং শহর রক্ষা বেড়ি বাঁধও হুমকির মুুখে পড়বে বলে মনে করছে ওই এলাকার বাসিন্দারা।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, তারা বিষয়টি তদারকি করছেন। স্বল্প সময়ের মধ্যেই বালুর বস্তা ফেলা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!