শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে পুলিশের অভিযানে ৫টি ককটেলসহ জামায়াতের ৭জন নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর থানা পুলিশ গত ১৩ই নভেম্বর রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার কল্যাণপুর গ্রামে গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সময় সেখান থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কল্যাণপুর গ্রামের আমিনুল হকের ছেলে মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক(৪২), খানখানাপুর রসুলপুরের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল্লাহ খান(৪৬), পাঙ্গাসিয়া গ্রামের আলম মিয়াজির ছেলে সোহাগ মিয়াজি(২২), মুকুন্দিয়া গ্রামের মৃত ফজলু বেপারীর ছেলে আসলাম বেপারী(৫২), খোর্দ্দদাদপুর গ্রামের মোতাহারের ছেলে মোঃ সেলিম রেজা(৫২), খোশবাড়ী গ্রামের উবেদ আলী খানের ছেলে বিল্লাল হোসাইন(৪০) এবং হরিহরপুর গ্রামের রজব আলীর ছেলে ইজাজুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃতদের মধ্যে মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী। অন্যান্যরাও জামায়াত ও শিবিরের নেতাকর্মী।
থানা পুলিশ জানায়, নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে কল্যাণপুর গ্রামে জামায়াত নেতা মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের বাড়ীতে গোপন বৈঠক করার সংবাদ পেয়ে রাজবাড়ী থানার এস.আই আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বৈঠকরত ৩০/৩৫ জনের মধ্যে ৭জনকে আটক করা সম্ভব হয়, অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে আব্দুর রাজ্জাকের বসতঘর তল্লাশী করে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় লাল কচটেপে মোড়ানো ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এস.আই আরিফুজ্জামান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫-ঘ এবং তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫ ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন (রাজবাড়ী থানার মামলা নং-২৭, তাং-১৪/১১/২০১৮ইং)।
গতকাল ১৪ই নভেম্বর বিকেল গ্রেফতারকৃত ৭জনকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!