॥মধুুখালী প্রতিনিধি॥ সারের দাবীতে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষীরা গতকাল ১৩ই নভেম্বর মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের আখচাষী কল্যাণ ভবনের সামনে আধা ঘন্টাব্যাপী মানববন্ধনের পর তারা বিক্ষোভ মিছিল সহকারে চিনিকলের প্রধান ফটকের সামনে অবস্থান গ্রহণ করে।
কর্মসূচী চলাকালে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সহ-সভাপতি ওহিদুজ্জামান বাবলু মিয়া, আখচাষী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওসমান গনি মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝুটু, আখচাষী মোতালেব ফকির, জহুরুল হক, সৈয়দ এটিএম মাসুদ, নজরুল ইসলাম, বেনজীর আহম্মদ ও আব্দুল হাই বাশি মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সার সংকটের জন্য চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের অদক্ষতাকে দায়ী করে বলেন, গত ৪০ বছরের মধ্যে ফরিদপুর চিনিকলে এ ধরনের সার সংকটের সৃষ্টি হয়নি। সার সংকটের কারণে সময়মতো আখ রোপন ব্যাহত হচ্ছে। এর ফলে চাষীদের মধ্যে আখচাষে অনীহা সৃষ্টি হচ্ছে। প্রতি আখ রোপন মৌসুমে আখচাষীদের মাঝে প্রায় ৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়ে থাকে। কোন চাষী একটি টাকাও ঋণখেলাফীর আওতায় পড়েনি। যদি আখ রোপন মৌসুমের শুরুতে থেকেই এভাবে সারের সংকট চলতে থাকে তাহলে কিছুতেই আখ রোপনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সার না পেলে আরও বড় ধরনের কর্মসূচী ঘোষণা করা হবে।
এ ব্যাপারে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেন বলেন, আমরা আশা করছি আগামী শনিবারের মধ্যেই ৭৬০ মেট্রিক টন সার পেয়ে যাব। দ্রুত সেই সার আখচাষীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।