॥নির্বাচন ডেস্ক॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩শে ডিসেম্বরের পরিবর্তে ৩০শে ডিসেম্বর করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯শে নভেম্বরের পরিবর্তে ২৮শে নভেম্বর করা হয়েছে। আজ সোমবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নতুন এই তারিখ ঘোষণা করেন। এর আগে নির্বাচন নিয়ে চলা মতপার্থক্য আর বিতর্কের মধ্যে ৮ই নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে বিরোধী রাজনৈতিক জোট, অর্থাৎ বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে মেয়াদ পূর্তির পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সেজন্য তারা তফসিল পেছানোরও দাবি করেছিল। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট নির্বাচনের তারিখ না পেছানোর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু তাদের দাবি না মেনে ৮ই নভেম্বর তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।