॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় আজ শুক্রবার রাত দেড় টায় ডিবি পুলিশের সাথে বন্দুকযু্েদ্ধ কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ আলী শেখ(৩৫) নিহত হয়েছে।
নিহত কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ আলী শেখ পাঁচুরিয়া ইউপির দয়ালবন্দ গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
ডিবির ওসি মোঃ কামাল হোসেন ভুইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম সেবা’র নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানের নেতৃত্বে আমি (ডিবির ওসি)সহ ডিবির একটি দল ৮ই নভেম্বর দিনগত রাত দেড়টায়(আজ শুক্রবার) কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় পৌছালে বাজারের পাশে গোপন মিটিংরত সন্ত্রাসী দল পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে ১০/১২ রাউন্ড গুলি চালায়। এসময় সরকারী সম্পদ ও জানমাল রক্ষায় ডিবির দল পাল্টা ১৪/১৫ রাউন্ড গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন ডিবির সদস্যরা সেখানে তল্লাশীকালে গুলিবিদ্ধ একটি মৃতদেহ দেখতে পায় এ সময় উপস্থিত স্থানীয় লোকজন মৃতদেহটি সন্ত্রাসী মোহাম্মদ আলী শেখের বলে শনাক্ত ও তার পরিচয় জানায়।
এছাড়াও তল্লাশীকালে ডিবির সদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল, ২রাউন্ড গুলি, ১টি বিদেশী দোনালা বন্দুক এবং ১২রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গোলাগুলির সময় ডিবির দুইজন সদস্য আহত হলে তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
নিহত সন্ত্রাসী মোহাম্মদ আলী শেখ পাঁচুরিয়ার চাঞ্চল্যকর বাবলু মিজি ও বরাটের সালাম শেখ হত্যা মামলা, একটি অস্ত্র মামলা এবং একটি দ্রুত বিচার আইনের মামলার আসামী বলে পুলিশ সূত্রে জানা যায়।