॥মাতৃকন্ঠ ডেস্ক॥ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গত ৭নভেম্বর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ এর সময় সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। জেনারেল আবু বেলাল শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সেনাপ্রধান রাষ্ট্রপতি আবদুল হামিদকে আগামী ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিতব্য ‘দ্বিতীয় কোর পুনর্মিলনী-বিআইআরসি’তে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। আবদুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।