॥স্টাফ রিপোর্টার॥ লাইসেন্স ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এলপিজি গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে রাজবাড়ী বাজার এলাকার ৩টি এলপিজি গ্যাস বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল ৫ই অক্টোবর সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান বাজার অভিযান টিমের অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। এ সময় সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানকালে তারা দেখতে পান, রাজবাড়ী বাজার এলাকাসহ শহরের যত্রতত্র লাইসেন্স ছাড়াই গ্যাস বিক্রি হচ্ছে। যাদের লাইসেন্স আছে তাদেরও অধিকাংশেরই মেয়াদ নাই। গ্যাস বিক্রির অধিকাংশ দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র নেই, কারো কারো থাকলেও তা মেয়াদ উত্তীর্ণ। বিপজ্জনকভাবে গ্যাস পরিবহন করা হচ্ছে। গ্যাস মজুদ রাখার স্থানও বিপজ্জনক, যা সেবাগ্রহীতর জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজ। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় সরকার এন্টারপ্রাইজকে ২০হাজার টাকা, মেসার্স হাসান কনস্ট্রাকশনকে ৫হাজার ও সরোয়ার হার্ডওয়ারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ২টি প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়াও অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।