॥শিহাবুর রহমান॥ চাচাতো ভাই ও দুসর্ম্পকের খালার দ্বারা বিক্রি হয়ে প্রায় ৬মাস যৌন নির্যাতনের শিকারের পর রাজবাড়ীর দৌলতদিয়া পতিতালয় থেকে উদ্ধার হয়েছে দুই নারী। গত ৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে (গতকাল ৪ নভেম্বর) রাজবাড়ী ডিবি পুলিশ পতিতালয়ের শিরিন বাড়ীওয়ালীর ঘর থেকে তাদেরকে উদ্ধার করে।
এ ঘটনায় গতকাল ৪ নভেম্বর গোয়ালন্দ থানায় শিরিন বাড়ীওয়ালী (৩২), দালাল ফারুক শিকদার (৩০) ও মমতাজ বেগম (৪৮) কে আসামী করে ২০১২সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ১১/৬ (২) ধারায় মামলা দায়ের করেছেন রাজবাড়ী ডিবি পুলিশের এএসআই ফকির হাসানুজ্জামান।
রাজবাড়ী ডিবি পুলিশ ওসি কামাল হোসেন ভূইয়া জানান, প্রায় ৬মাস আগে ফারুক শিকদার ও মমতাজ বেগম ওই দুই নারীকে ভাল বেতনে চাকুরীর কথা বলে মোটা অংকের টাকার বিনিময়ে দৌলতদিয়া পতিতালয়ের শিরিন বাড়ীওয়ালীর কাছে বিক্রি করে। এরপর শিরিন বাড়ীওয়ালী তাদেরকে যৌন কাজে বাধ্য করে। প্রথমে তারা যৌন কাজে লিপ্ত হতে রাজী না হলে তাদেরকে নির্যাতন করতো শিরিন বাড়ীওয়ালী। এমনকি ওই দুই নারী বাড়ীতে যেতে চাইলে বা যোগাযোগ করতে চাইলেও বাড়ীওয়ালী শিরিন তাদেরকে নির্যাতন করতো। শুধু শারিরীক নির্যাতনই নয় অধিকাংশ সময়ই না খাওয়ায়ে রাখা হতো তাদেরকে। আবার দিলেও দিনে মাত্র একবার খাবার দেয়া হতো তাদেরকে। গত ৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এমন তথ্যের ভিত্তিতে ওই দুই নারীকে উদ্ধারের জন্য শিরিন বাড়ীওয়ালীর ঘরে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিরীন বাড়ীওয়ালী কৌশলে পালিয়ে যায়। এরপর শিরিনের ঘরে তল্লাশীকালে বাইরে থেকে তালাবদ্ধ ঘরের মধ্যে ওই দুই নারী কান্নাকাটি ও চিৎকার করলে আমরা তাদের কাছে যাই। এসময় তারা উদ্ধারের জন্য আমাদেরকে অনুরোধ করলে ঘরের দরজার তালা ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শিরিন বাড়ীওয়ালী দীর্ঘ দিন ধরে দালাল চক্রের মাধ্যমে প্রাপ্ত ও অপ্রাপ্ত মেয়েদেরকে ক্রয় করে তাদেরকে অমানবিক নির্যাতনের মাধ্যমে পতিতাবৃত্তির কাজে বাধ্য করতো।