॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার উত্তর শালমারা গ্রামের আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য রিয়াজুল শেখ (২৮)কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল ২৫শে অক্টোবর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা।
তিনি বলেন, উপজেলার উত্তর শালমারা গ্রামের দুলু শেখের ছেলে রিয়াজুল আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতির ৫টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে অক্টোবর দুপুরে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার কাছে আগ্নেয়াস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। রাত সাড়ে ১২টার দিকে এস.আই অংকুর ভট্টাচার্য্য, এসআই কায়সার হামিদ এবং এস.আই রেজাউল করিমসহ থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সে বাড়ীর পাশের খড়ের গাদা থেকে নিজ হাতে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড কার্তুজ বের করে দেন।
এ ঘটনায় এস.আই অংখুর ভট্টাচার্য্য বাদী হয়ে রিয়াজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। বালিয়াকান্দি থানার মামলা নং-১৪, তাং-২৫/১০/২০১৮ ইং, ধারা ঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)(এফ)। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।